শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়ের লক্ষ্য নিয়ে সরকারের অ্যাসেট প্রকল্পের আওতায় ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন এই প্রকল্পে কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স, ওয়েল্ডিং, টেইলরিং ও ড্রেস মেকিং এবং ড্রাইভিং ট্রেডে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী বেকার নারী ও পুরুষ, হতদরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ও যাতায়াত ভাতার সুবিধাও রয়েছে। বিশেষভাবে ড্রাইভিং প্রশিক্ষণে আগ্রহী মহেশপুর উপজেলার প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জনাব খাদিজা আক্তার “মহেশপুর উপজেলা প্রশাসন” নামের ফেসবুক আইডির মাধ্যমে তথ্যটি সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিয়ে সকলের আবেদনের আহ্বান জানিয়েছেন।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।

Leave a Reply