পঞ্চগড়ে ধানের শীষের মি-ছিল

মোহাম্মদ বাবুল হোসেন   পঞ্চগড় :

পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে পঞ্চগড়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সারে ৪টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু করেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও তাঁতীদলের নেতাকর্মীরা। মিছিলটি পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির।

এ সময় মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয় “১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা”, “গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা”।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয় এবং পঞ্চগড়ের আপামর জনসাধারণের বিজয়। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে পঞ্চগড়কে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *