প্রতিনিধি নেছারাবাদ,পিরোজপুর।
নেছারাবাদে গতকাল ২৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে নেছারাবাদ আর্মি ক্যাম্পের অফিসার আল আরাফ এর নেতৃত্বে পুলিশের সহায়তায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি (৬৩) কে পূর্ব জলাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নির্ভযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী পরিতোষ মিস্ত্রির অবস্থান নিশ্চিত করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, তার কাছে প্রাণঘাতী অস্ত্র—রিভলভার, শটগান ও গোলাবারুদ থাকার তথ্য ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল তার মূল উদ্দেশ্য। পূর্বে সে ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর আহত করার ঘটনাতেও জড়িত ছিল বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে পরিতোষ মিস্ত্রি ক্যাম্প কমান্ডারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং অস্ত্রধারী অন্যান্য অপরাধীদের নাম নিজ মুখে প্রকাশ করে।
পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে,
নেছারাবাদ সেনা ক্যাম্প অফিসার জানান, শান্তি শৃঙ্খলা রক্ষার্তে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।
আনোয়ার হোসেন ।।

Leave a Reply