এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কে.এম হেসাব উদ্দিনকে দঁাড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়ায় আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী এবং দশ দলীয় জোটের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সুজানগর পৌর শহরে এ বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের দঁাড়িপাল্লা প্রতীক স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কে.এম হেসাব উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সহ সভাপতি দেলোয়ার হোসেন, আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক-ই আযম, উপজেলা সেক্রেটারী(ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক, অর্থ সম্পাদক রাফি আহমেদ ফুল, জেলা জামায়াতের আইন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুল মমিন, সেক্রেটারী মকবুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক কেরামত হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী আবুল কালাম আজাদ, জেলা ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক শাহরিয়ার হাসান জিহাদ, সদর পূর্ব সাংগঠনিক থানার সভাপতি আব্দুল মমিন, উপজেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ তামজিদ আহমেদ, পৌর ছাত্রশিবিরের সভাপতি নাসিম উদ্দিন, সেক্রেটারী মিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হাফেজ নাফিজ হোসেন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কে এম হেসাব উদ্দিন বলেন, আমরা সবাই মিলে একটি ইনসাফভিত্তিক পাবনা-২ নির্বাচনী এলাকা গড়ে তুলতে চাই। এ অঞ্চলের প্রতিটি গ্রামকে স্মার্ট ভিলেজে রূপান্তর এবং প্রতিটি জনপদকে সন্ত্রাস ও চঁাদাবাজমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, আপনাদেরকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও স্মার্ট পাবনা-২ অঞ্চল গড়ে তুলবো।এ সময় তিনি আরো বলেন , আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবে এবং দঁাড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে ইনশআল্লাহ বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply