শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদাহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। গত ২৫ ও ২৬ জানুয়ারি সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।
সোমবার (২৬ জানুয়ারি) মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের তালিকায় রয়েছে ভারতীয় মদ, ফেন্সিডিল জাতীয় সিরাপ এবং ভায়াগ্রা ট্যাবলেট।
প্রথম অভিযান ২৬ জানুয়ারি সকাল ৮ টায় মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সিংনগর হালদারপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ৩৪ বোতল ভারতীয় মদ এবং ৯৫ বোতল নিষিদ্ধ সিরাপ (Win Cerex ও Fairdyl) উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযান একই দিন সকাল ১০ টায় শ্যামকুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে মাইলবাড়িয়া গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে ৪৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তৃতীয় অভিযান গত ২৫ জানুয়ারি রাত ২০:৪০ ঘটিকায় জীবননগর বিওপি এলাকায় অভিযান চালিয়ে গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তা থেকে ৩৮ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
চতুর্থ অভিযান ২৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজাপুর বিওপি এলাকার সিংনগর হালদারপাড়া গ্রামের একটি আম বাগান থেকে ৫২৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, প্রতিটি অভিযানেই মাদক ও ট্যাবলেটগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফলে এই ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় বা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে ৫৮ বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Leave a Reply