বিয়ের প্র-লোভনে ভিএফএ ফিরোজ কর্তৃক ধ-র্ষণ ধ-র্ষকের বাসায় ধ-র্ষিতার আ-ত্মহত্যার চেষ্টা

খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার হয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাপাড়া এলাকায়। অভিযুক্ত মো. ফিরোজ হোসেন তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) হিসেবে কর্মরত।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ফিরোজ হোসেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত এক বছর ধরে এই অবৈধ সম্পর্ক নিয়মিত চলছিল। সম্প্রতি ফিরোজের অন্যত্র বদলির খবর পেয়ে ওই নারী বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফিরোজ কোনো সাড়া দেননি। হতাশায় রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ওই নারী ফিরোজের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সর্বশেষ খবর অনুযায়ী, ওই নারী রমেক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা চলছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফিরোজ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ওই নারীর ভাই জানান, “আমার বোন বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আমরা পারিবারিকভাবে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

তারাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না হলেও ঘটনাটি তদন্তের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিরোজের অন্যত্রে বদলির বিষয়টি নিশ্চিত হতে, তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ইফতেখারুল ইসলামের মুঠোফোন একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *