পঞ্চগড়ে চ্যানেল এস-এর বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার পঞ্চগড় :

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ (২৬ জানুয়ারী)দুপুরে পঞ্চগড় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে কেক কাটা, আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক,জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর এ্যাডভোকেট আদম সুফি,সাবেক ছাত্রদলের সভাপতি ইউনুস  শেখ,পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশন টিভির মোশারফ হোসেন,পঞ্চগড় প্রেস ক্লাবের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সরকার হায়দার,পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধান,ইন্ডিপেন্ডেন্ট টিভি ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি  সফিকুল আলম,এখন টিভি ও কালের কন্ঠ জেলা প্রতিনিধি লৎফর রহমান, দেশরুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ, চ্যানেল এস পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রউফসহ, এশিয়ান এশিয়ান স্টাফ রিপোর্টার রিপোর্টার মোঃ বাবুল হোসেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা। 

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বর্ষপূর্তির উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল এস অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও দেশ ও মানুষের কথা তুলে ধরতে চ্যানেল এস আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শেষে চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *