হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্স পৃথক অভিযানে মাদকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ইং) দুপুরে ডিবি পুলিশ জানায়, গত ২৫/০১/২০২৬ইং রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী বিদ্যুৎ শাহ (৩৮) কে গ্রেফতার করে। সে আশুলিয়ায় সোহরাব মাস্টারের বাড়ির ভাড়াটিয়া। তার কাছ থেকে ২০ (বিশ) লিটার চোলাইমদ জব্দ করা হয়েছে।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিব সংগীয় ফোর্সসহ একই তারিখ রাত ১১ টার দিকে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান ওরফে বুচাই (৩৬) কে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
পৃথক আরও একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় ফোর্সসহ একই তারিখ রাত রাত সাড়ে ৩টার দিকে সাভার থানাধীন আমিনবাজার হিজলা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজগর আলী (৫৩) কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী আসামী সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, মোঃ আজগর আলী (৫৩) এর বিরুদ্ধে ০৮ টি মামলা রয়েছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।

Leave a Reply