সুন্দরবন র-ক্ষায় নেছারাবাদে বনজীবিদের সঙ্গে প্লাস্টিক পলিথিন দূ-ষণ প্রতি-রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা।

নেছারাবাদে সংবাদদাতা, পিরোজপুর।

সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা এবং বনাঞ্চলের নাজুক পরিবেশকে প্লাস্টিক–পলিথিন দূষণের ভয়াবহতা থেকে বাঁচাতে নেছারাবাদে বনজীবিদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ ফর দ্য সুন্দরবন নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক সুর্বনা আক্তার। মো. হারিসুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোঃ রায়হান মাহমুদ, কর্মশালায় আরো বক্তব্য রাখেন রূপান্তর পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার শাহিদা বানু সোনিয়া, নেছারাবাদ উপজেলা সুন্দরবন জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন।

এ সময় ৩৫ জন বনজীবি ও ইয়ুথ ফর দ্য সুন্দরবন সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার সুন্দরবনের নদী, খাল, চরাঞ্চল ও বন্যপ্রাণীর জীবনকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলছে। পলিথিন সরাসরি বন্যপ্রাণীর খাদ্যগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং নদীর পানি দূষিত হয়ে মাছসহ জলজ সম্পদ ধ্বংস হচ্ছে।

বক্তারা আরও বলেন, সুন্দরবনের সঙ্গে জড়িত বনজীবিরাই পরিবেশ রক্ষার প্রথম সারির সৈনিক। তাদের সচেতনতা ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধে বড় ভূমিকা পালন করতে পারে। সভায় অংশগ্রহণকারীরা সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত রাখতে স্থানীয়ভাবে কঠোর নজরদারি, বর্জ্য কমানোর উদ্যোগ ও বিকল্প ব্যবহার প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে বনজীবিদের সক্রিয় অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে প্লাস্টিক–পলিথিন বর্জ্য হ্রাসে যৌথ উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *