ভোট কেন্দ্র পরি-দর্শন করছেন ময়মনসিংহ সদরের ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি

আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। একই সঙ্গে তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রে চলাচলের রাস্তা ঘাট সংস্কার কাজের প্রতিও নজর দিচ্ছেন যেন ভোট চলাকালে যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করা সহজ হয়।

শনিবার (২৪ জানুয়ারী) সকাল থেকে দিনভর
ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি উপজেলার চর খরিচা হাই স্কুল, চকশ্যামরামপুর প্রাইমারি স্কুল, চরশীরগলদি প্রাইমারি স্কুলসহ চর হাসাদিয়া এলাকার বিভিন্ন সম্ভাব্য ভোটকেন্দ্র ও গ্রামীণ সড়ক ঘুরে দেখেন।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র যাচাই করতেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর পরিবেশ, প্রবেশপথ, ভোটকক্ষ ও প্রয়োজনীয় সুবিধাসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভোট কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব ও নিয়মাবলি সম্পর্কে জনগণকে সচেতন করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সম্ভাব্য ঝুঁকি, কেন্দ্রভিত্তিক সমস্যা এবং ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে কি না—সে বিষয়ে মতামত গ্রহণ করেন। এসময় স্থানীয় বাসিন্দারা ভোটকেন্দ্রের নিরাপত্তা, যাতায়াত সড়কের অবস্থা এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

এ সময় তাঁর সফর সঙ্গী হিসাবে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহসহ সেনাবাহিনীর সদস্য, আনসার বাহিনীর প্রতিনিধিরা এবং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. রুবেল হাসান।

ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি আরও বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যেই মাঠপর্যায়ে এসব পরিদর্শন করা হচ্ছে। সাধারণ ভোটারদের নিরাপত্তা, কেন্দ্রের পরিবেশ এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বৃদ্ধি করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এই আগাম প্রস্তুতি ও তদারকির ফলে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাচনী কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া হবে উৎসবমুখর ও সুশৃঙ্খল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *