ক্ষমতায় গেলে ইন-সাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে — ডা.শফিকুর রহমান

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে, দেশের কোথাও চাঁদাবাজদের স্থান হবে না। একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো। পাশাপাশি মেধাবীদের মেধা বিকাশে রাষ্ট্র সার্বক্ষণিক সহযোগী হিসেবে কাজ করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়া পৌরশহরের সরকারি আকবর আলী কলেজের খেলার মাঠে এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ব্যক্তি বা প্রতীক নয়, আদর্শই হবে আগামী দিনের পথচলার মূল ভিত্তি। ‘হ্যাঁ’ ভোটের অর্থ হলো অন্যায়ের কাছে মাথা নত না করা এবং কোনো চোখ রাঙানিকে ভয় না পাওয়া।
আগামী দিনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে, চাঁদাবাজি থাকবে না, দূর্নীতি থাকবে না,  বিচারের নামে তামাশা থাকবে না। বিচার হবে নির্যাতিত মানুষের জন্য।
জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলার সেক্রটারী খাইরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। সবাই মিলে আমরা এদেশকে ঢেলে সাজাবো।পথসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উল্লাপাড়া উপজেলা আমীর মাওলানা শামীম আহমেদ, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, সলঙ্গা থানা শিবিরের সভাপতি মহসিন আলম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *