সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম আওয়ামী লীগকে অভ-য় দিয়ে ভোট প্রার্থনা

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

২৯ গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ও জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নির্বাচনী বক্তব্য বলেন, “আমি আগে ২ বার সংসদ সদস্য ছিলাম। সংসদে কিভাবে কাজ করতে হয়, সেটা আমি জানি। ৭১ বিধি, ৪১ বিধি, ৪২ বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, সরকারি বিল, বেসরকারি বিল, সংশোধনী, জনমত যাচাই, এগুলো আমার মুখস্থ। আমাকে এমপি বানানো মানে, প্রথম অধিবেশনের প্রথম দিনেই আমি ফাটাই দেব।”

বৃহস্পতিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়ুয়ার হাটে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পতনের পর তাদের অনেকেই পালিয়ে গেছে। তাদের লক্ষ লক্ষ, কোটি কোটি সমর্থক বাংলাদেশে রয়ে গেছে। তারা বাংলাদেশের নাগরিক। কেউ অন্যায় করে থাকলে অবশ্যই তার বিচার হবে, কিন্তু এখন তাদেরকে প্রচন্ড চাপের ওপর রাখা হয়েছে। তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়না। আমি যদি এমপি না হই, তাহলে তাদের ওপর আরও নির্যাতন চালানো হবে, জুলুম করা হবে।

আরো বলেন, আমি ভয় পাই এই কারণে যে, আমি যদি এমপি না থাকি এবং অন্য কেউ এমপি হয়, তাহলে তারা এই অবস্থানে যেতে পারবে না। আমার একটা পজিশন আছে। আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা দিয়েই সুন্দরগঞ্জ চালাতে পারবো। অন্য কোনো এমপি হলে সুন্দরগঞ্জকে সেভাবে চালাতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমার অভিজ্ঞতা, জ্ঞান, শক্তি ও প্রতিভা দিয়ে সুন্দরগঞ্জে উন্নয়নের জোয়ার সৃষ্টি করবো ইনশাল্লাহ।

ব্যারিস্টার শামীম আরও বলেন, সুন্দরগঞ্জের মানুষের ভালবাসাতেই আমি দলের মহাসচিব হয়েছি। এখন কোনো কারণে যদি মহাসচিব হেরে যায়, তাহলে কি তার মানসম্মান থাকবে? সুন্দরগঞ্জের মানসম্মানই বা থাকবে কোথায়? আমি ছাড়া এই সুন্দরগঞ্জ থেকে আর কে মহাসচিব হতে পারবে? কোনো দলের মহাসচিব এই সুন্দরগঞ্জ থেকে হওয়ার সম্ভাবনাই নেই। আপনারা আমাকে একটু ভোট দিন। আপনাদের ভোট ও ভালবাসায় আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। এই বিজয়ের কেতন হাতে নিয়ে সুন্দরগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করবো।

শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব ওয়াহেদুজ্জামান সরকার বাদশা এবং উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার। এসময় জাতীয় পার্টি ও তারপর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *