নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিণ বিকসা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সদস্য, দৈনিক দিনকালের গোদাগাড়ী সংবাদদাতা, সেলিম সানোয়ার পলাশ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার রাত ৭ টা ৩০ মিনিটের অসুস্থ হয়ে মারা যান।
সেলিম সানোয়ার পলাশ গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত্য আব্দুর সাত্তার।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে থাকার সময় সন্ধ্যায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দ্রুতই তাকে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়ি নেওয়া হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। শনিবার সকল সাড়ে ১০ সময় পিরিজপুর ফুটবল মাঠে নামাজের জানাজা শেষে পিরিজপুর কবর স্থানে দাফন করা হয়।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Leave a Reply