মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসন (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) এলাকায় গণসংযোগ শুরু করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল।
শনিবার (২৪ শে জানুয়ারি) সকাল থেকে তিনি সদর উপজেলার মুন্সীরহাট বাজার, নয়াকান্দি ও খালিস্ট এলাকায় ‘কোদাল’ প্রতীক নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন।
এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে সাংবাদিক শেখ মো. শিমুল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ-৩ আসনের মানুষ অবহেলিত। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি কোনো ক্ষমতার রাজনীতি করি না। গরীব, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণ যদি পাশে থাকে, তবে সংসদে গিয়ে এই এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করব।”
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ভোটাররা জানান, সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ এবং সহজ-সরল আচরণ তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ সময় শেখ মো. শিমুল ‘কোদাল’ মার্কায় ভোট দিয়ে গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply