পাইকগাছায় তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৩ নারীকে মা-রপিট

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ নারীকে মারপিট করে আহত করেছে প্রতিবেশী প্রতিপক্ষরা। আহত ৩ নারীর মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারপিটের এ ঘটনা ২২ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার কাশিমনগর ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন কাশিমনগর এলাকার বাসিন্দা দিনমজুর আব্দুল মান্নান শেখের স্ত্রী হামিদা বেগম (৩৫) অভিযোগ করেন দিনমজুর পরিবার হিসেবে কাশিমনগর এলাকায় বসবাস করছি। ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে স্বামী আব্দুল মান্নান রাগারাগি করে বাড়ি থেকে চলে যায়। বিকাল ৫ টার দিকে এ নিয়ে আমাদের মা-মেয়ের মধ্যে কথা হচ্ছিল। এসময় প্রতিবেশী নজু বিশ্বাসের স্ত্রী আমাদের বাড়িতে আসলে বিষয়টি নিয়ে আমার মেয়ে ও তার মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাদের মারপিট করে। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে দুই ছেলে এনামুল ও সিরাজুল এবং তাদের স্ত্রীদের ডেকে এনে আমাদের বেদম মারপিট ও বসতঘরের টালি ভাংচুর করে চলে যায়। এতে আমি, আমার মা ফরিদা বেগম ও মেয়ে মারুফা(১৫) গুরুতর আহত হয়। পরে সন্ধ্যার দিকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় কাশিমনগর বাজারে ফেলে আবারো মারপিট করে এবং জীবন নাশের হুমকি দেয়। আব্দুল মান্নান শেখ বলেন প্রতিপক্ষরা আমার শাশুড়ী, স্ত্রী ও মেয়ে কে ৩ দফা মারপিট করে গুরুতর আহত করলে ওই রাতেই স্ত্রী ও মেয়ে কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া রাতে আমার বাড়িতে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

প্রেরকঃ
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *