এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা সংবাদদাতা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে শক্ত লড়াই হবে বলে জানা গেছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করার পরের দিন থেকে ভোট যুদ্ধে নেমেছেন তারা। নাটোর জেলার ৪ টি আসনের মধ্যে নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াত সহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রচারের দিনক্ষণ ও কৌশল তারা আগেই নির্ধারণ করে রেখেছেন। তারা বলছেন, এই আসনে ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।
স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি ও জামায়াত দুই দলই শক্ত অবস্থানে রয়েছেন।
বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী তিনবারের নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যাপক জনপ্রিয়তা থাকায় অন্য কোন দলের প্রার্থী পাত্তা পাবে না।
জামায়াত সংশ্লিষ্টদের বক্তব্য, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আওয়ামীলীগের প্রার্থী বাবু শংকর গোবিন্দ চৌধুরীর নিকট সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন কার্যকলাপে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বাড়তি সুবিধা নিয়ে বিজয়ী হবে, ইনশাআল্লাহ। এছাড়াও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন, গণসংহতি আন্দোলনের প্রার্থী তাহমিদা ইসলাম তানিয়া, স্বতন্ত্র প্রার্থী ড. মোঃ নূরন্নবী মৃধা, জাতীয় পার্টির প্রার্থী রকিব উদ্দিন (কমল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী।
সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে জয় পরাজয়ে ভূমিকা রাখবে সন্ত্রাস,দুর্নীতি, উন্নয়ন ও দখলদারিত্ব। তবে নির্বাচনী ইশতেহার ও প্রার্থীর অতীত বর্তমানের ব্যবহারও বড় ভূমিকা রাখতে পারে।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা সংবাদদাতা।

Leave a Reply