ঠাকুরগাঁওয়ে ২ ব্যাপী সরস্বতী পুজা অনুষ্ঠিত

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ২দিন ধরে সরস্বতী পুজা উৎসব অনুষ্ঠিত হয়।

জানা যায় গত ২২ শে জানুয়ারী বৃহস্পতিবার রাত্রি জাগরণ ও ঘট স্থাপন গণপতি পুজা। পুজোর পরে নানা আয়োজনের মধ্যে দিয়ে যেমন -গীতা, কীর্ত্তন,নৃত্য আরতি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে রাত্রি জাগরণ হয়।পরদিন ২৩ শে জানুয়ারী ২০২৬ শুক্রবার ভোগ পূজা এবং পুজোর পরে খিচুড়ি ও প্রসাদ বিতরণ করা হয়।

তবে পুরাণে দেবী সরস্বতীর পুজো উল্লেখ আছে প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতীর পুজো করে হয়।উল্লেখ পাওয়া যায় এই দিন দেবী সরস্বতীর পুজো করলে বিদ্যা ও বুদ্ধি লাভ হয়।আর এ পুজায় সন্তুষ্ট হয়ে দেবী সরস্বতী ভক্ত কে আশীর্বাদ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *