নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর।
ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে একটি পক্ষের গভীর ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমীর মামুনুল হক। তিনি সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শামীম সাঈদীকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, রক্তের বিনিময়ে দেড় সহস্রাধিক প্রাণের ত্যাগে অর্জিত এই জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে একটি দল ও পরাজিত শক্তি এখন একত্রিত হয়েছে। তাদের অনেকের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তাই তারা প্রকাশ্যে মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে বললেও গোপনে ‘না’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে। জাতীয় রাজনীতিতে এ ধরনের মোনাফিকি তিনি দেখতে চান না বলেও মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি দুই ভাইকে জনতার সামনে হাত উচিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।
জনসভায় নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর আদাবর থানা জামাতের আমির আল আমিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আলহাজ্ব শামীম সাঈদী বলেন, “এলাকার মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়ে আমরা একটি সুন্দর ও কল্যাণকর বাংলাদেশ গড়ে তুলব।”
“চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে শামীম সাঈদীর নেতৃত্বে পিরোজপুর-২ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য ব্যাপক গণসমর্থনের প্রত্যাশা করছে। জনসভা থেকে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ শামীম সাঈদী, পিরোজপুর-১ সংসদীয় আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী,
এবং পিরোজপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শামীম হামিদী।
এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামাতের আমির অধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জল হোসাইন ফরিদ, বরিশাল মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো আব্দুর রবি, খেলাফত মজলিসের অন্যতম নেতা মো নুরুল হক, এন সি পি পিরোজপুর জেলার যুগ্ন আহবায়ক খান মো বাকি বিল্লাহ, পিরোজপুর জেলা জামায়াতের সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর শাখার সভাপতি ইমরান খান, নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি মো ফেরদৌস, সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমি মাওলানা আবুল কালাম আজাদ, সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আদাবর থানা জামায়াতের আমির আল আমিন সবুজ।
আনোয়ার হোসেন ।।

Leave a Reply