আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে মা-রধর ও বাড়িঘর ভা-ঙচুরের অভিযোগ: তিন বছরেও বিচার মেলেনি

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর গ্রামের প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে গালিগালাজ ও মারধরের পর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন বছর পার হলেও বিচার না পাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় প্রভাবশালী হওয়ায় মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬ইং) সরেজমিনে জানা যায়, ইয়ারপুর গ্রামের প্রবাসী হযরত আলীর স্ত্রী ইয়াসমিন অভিযোগ করে বলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসার ভাই নাজিম উদ্দিন মোল্লা নাজি (৪১) ও মান্নান গং ও তাদের নেতৃত্বে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী ইয়াসমিন জানান, গত ৫ এপ্রিল ২০২৩ সকালে মামলার আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এর পরদিন ৬ এপ্রিল ২০২৩ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নাজিম উদ্দিন মোল্লা নাজির ও মান্নান গং এর নেতৃত্বে ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র-দা, শাবল, হাতুড়ি ও লোহার রড নিয়ে জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির পূর্ব ভিটায় থাকা তিন কক্ষবিশিষ্ট ওয়াল কাম টিনশেড ভবন ভেঙে ফেলা হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ইয়াসমিন আরও বলেন, ভাঙচুরে বাধা দিতে গেলে অভিযুক্ত নাজিম উদ্দিন তার চুল ধরে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ও ফোলা জখম করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর মামলা দায়ের করা হলেও দীর্ঘ তিন বছর ধরে বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি নেই। উল্টো মামলা চলমান থাকা অবস্থায় আসামিরা নিয়মিত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *