মোঃ হামিদার রহমান ,নীলফামারীঃ
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ( ২৩ জানুয়ারি) রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বালাগ্রাম জলঢাকা টু ডালিয়া রোড গামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে মোঃ তোফাজ্জল (৬০), পিতা-মৃত আছির উদ্দিন এর বাঁশ বাগানে অভিযান পরিচালনাকালে পরিত্যাক্ত অবস্থায় হলুদ রঙ্গের শপিং ব্যাগের ভিতর রক্ষিত ০১ টি অবৈধ বিদেশী পিস্তল এবং ম্যাগাজিনসহ জব্দ করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী বলেন,
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের চলমান অভিযান ও র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।

Leave a Reply