নির্বাচন পরিচালনায় কর্মকর্তাদের আ-ত্মবিশ্বাস বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই- ডিসি সাইফুর রহমান

আরিফ রববানী ময়মনসিংহ।।
জেলা প্রশাসক সাইফুর রহমান বলেছেন-নিরপেক্ষতা বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনায় কর্মকর্তাদের আত্মবিশ্বাস বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, কারণ প্রশিক্ষণ তাদের সক্ষমতা, নিরপেক্ষতা ও দক্ষতা বৃদ্ধি করে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপরিহার্য; এটি তাদের চ্যালেঞ্জ মোকাবিলা, প্রযুক্তিগত জ্ঞানার্জন এবং ভোটারদের আস্থা অর্জনে সাহায্য করে, যা একটি শক্তিশালী নির্বাচন ব্যবস্থার ভিত্তি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ) সকাল ১১টায় জেলার হালুয়াঘাট উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা-প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।

এসময় জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা গেলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। এ প্রশিক্ষণ বাস্তব দায়িত্ব পালনে সহায়ক হবে এবং নির্বাচন পরিচালনায় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করে তিনি প্রশিক্ষণে ভোটগ্রহণের দিন কেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও ইভিএম পরিচালনা, ভোটারদের সহায়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। একই দিনে তিনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে এক মতবিনিময় সভায় বাংলা ও ইংরেজি পঠন দক্ষতা ও গণিতের মৌলিক দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষক ও অভিভাবকদের আগামী জাতীয় সংসদ ও গণভোটের বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ । এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাত, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেলিমা আক্তার খাতুন, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)
সহ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সর্বস্তরের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এ প্রশিক্ষণ বাস্তব দায়িত্ব পালনে সহায়ক হবে এবং নির্বাচন পরিচালনায় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান একই দিনে সন্ধ্যায় জেলা গফরগাঁও উপজেলার পৌর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী পরিবেশ পরিদর্শণ করতে গিয়ে সেখানে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতির খোজ খবর নেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‍্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর এক বৃহৎ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। পরে গফরগাঁও রেল স্টেশন প্ল্যাটফর্ম, বুধিয়া মার্কেটের সম্মুখভাগ, জামতলা মোড়সহ আশ পাশের এলাকায় জেলা প্রশাসক সাধারণ ভোটারদের সাথে কথা বলেন ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও জেলা পরিষদের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে মতবিনিময় ও সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *