হেলাল শেখঃ দেশের কোথাও বৃষ্টি নেই, নেই জলাবদ্ধতাও-তবু ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া-বাগবাড়ি সড়কে হাঁটুসমান পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন পোশাক শ্রমিকসহ সাধারণ মানুষ।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে বাগবাড়ি পর্যন্ত সড়কের দু’পাশের বাড়ির মালিকরা বাসাবাড়ির বাথরুমের নোংরা পানি সরাসরি রাস্তায় ছেড়ে দেওয়ায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। পানিতে ডুবে থাকায় রাস্তাটি কোথায় ভাঙা, কোথায় গর্ত-তা বোঝার উপায় নেই।
এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়কে দুর্ঘটনায় আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে।
উল্লেখ্য, কিছুদিন আগে জামগড়া চৌরাস্তার পাশে খোলা ড্রেনে একটি মাহিন্দ্র গাড়ি পড়ে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। এরপরও জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আশুলিয়ার জামগড়া এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এমনকি অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখেও আন্দোলন করা হয়েছে। তবে তাতেও পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান হয়নি।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত এই সমস্যার সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply