মো: বাবুল হোসেন পঞ্চগড় :
১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পঞ্চগড়ে আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন। তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সকালে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নির্বাচনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবেন জামায়াত আমীর। তিনি দলীয় ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শরিক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন।
তিনি আরও জানান, এ সময় কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা ছাড়াও নির্বাচনী জোটের শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পঞ্চগড়ের দুটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply