কেএম সোহেব জুয়েলঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল — ৩ (বাবুগঞ্জ- মুলাদি) আসনে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। (বুধবার ২১ জানুয়ারি সকাল ১০ টায় রিটানিং অফিস বাবুগঞ্জ এর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন দলের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন বাবুগঞ্জ উপজেলা রিটানিং কর্মকর্তা। এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তারি ধারাবাহিকতায় ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ধানের শিশ প্রতিকের নেতা কর্মীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর কলেজ রোডে অবস্হিত জাতীয়তাবাদী দল বিএনপি এর কার্যালয় সম্মুখ থেকে ধানের শিশের নেতা কর্মিরা বন্দরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে অবশেষে পার্টি অফিসে জড় হয়ে ধানের শিশে ১২ ফেব্রুয়ারি সারাদিন ভোট দিয়ে ধানের শিশকে বিজয়ের লক্ষে জোড়ালো বক্তব্য দেন উপস্থিতি নেতা কর্মিরা।
এ সময় কয়েক শতাধিক নেতা কর্মীদের মধ্যে ধানের শিশের প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীনকে বিজয়ের লক্ষে জোড়ালো বক্তব্য দেন ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ মালেক শিকদার , সদস্য সচিব মোঃ মামুন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোসারফ হোসেন খাঁন, উপজেলা নেতা মোঃ শাখাওয়াত হোসেন খাঁন, সাবেক যুবদলের জাহাঙ্গিরনগর ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা,মোঃ রাশেদ খান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মোল্লা ইউনিয়ন যুবদল নেতা মোঃ রফিক, মোঃ ইকবাল হোসেন খাঁন প্রমুখ।
অপরদিকে লাঙ্গল প্রতীকের প্রার্খী দলের প্রেসিডিয়াম সদস্য একাধিকবার নির্বাচিত স্হানীয় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীক বরাদ্দ পেলেও তার পক্ষে কোন নেতা কর্মীকে আনন্দ উল্লাস করতে দেখা যায় নাই।

Leave a Reply