নেছারাবাদে বিএনপিতে শতাধিক আওয়ামী লীগের নারী কর্মীর যো-গদান

নেছারাবাদ সংবাদদাতা (পিরোজপুর):

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে শতাধিক আওয়ামী লীগের নারী কর্মীর যোগদান। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একযোগে যোগদান ও নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের শতাধিক নারী কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ সোহাগ ও রাজিব রায়হান নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এই যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজিব রায়হান, নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমীন মিয়া, সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

বক্তারা বলেন, “বিএনপির গণতান্ত্রিক আদর্শ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
এ সময় যোগদানকৃত নারী কর্মীরা বলেন, অতীতের রাজনৈতিক বিভ্রান্তি কাটিয়ে তারা এখন বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা সর্বাত্মক ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

আনোয়ার হোসেন
নেছারাবাদ সংবাদদাতা।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *