গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি, ব্যারিষ্টার নওশাদ জমির

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি। গণতন্ত্রের শিক্ষা সঠিকভাবে শিক্ষার মান উন্নত হয়। স্বাধীনতার পতাকা রক্ষা করতে আজকে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ।

বাংলাদেশের বয়স ৫৪ বছর আজকের বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে গেলে বিশ্বের সামনে সু-নাগরিক হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশের প্রত্যাশায় বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই নির্বাচন আমাদের এতো প্রস্তুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে এসেছে আমরা বাংলাদেশের মানুষের যে মনোভাব ইচ্ছা সেই ইচ্ছা হবে। আমাদের বিচার বিভাগ সঠিকভাবে বিচার করবেন অন্যায়ভাবে বিচার করবেন না।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারের দোয়া মাহফিল অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসেন ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পঞ্চগড় সদরে একটি হাসপাতাল আছে এবং আরও একটি বেসরকারি মেডিকেল কলেজ করা হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে প্রচুর পরিমানে মানুষজন আসে কিন্তু তেমন কোন সুবিধা পর্যটকদের জন্য নাই। এখানে একটি উন্নতমানের পর্যটক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। আমাদের ছেলে মেয়েদেরকে যদি বিদেশি ভাষা সঠিকভাবে শিখাতে পারি একই সঙ্গে স্প্যানিশ ভাষা শিখাতে পারি তাহলে বিদেশে গিয়ে তারা ভালো চাকরি করতে পারবে।

এসময় তিনি আরও বলেন আপনাদের খেদমত করার জন্য খাদেম হিসাবে আল্লাহ সুবহানাতায়ালা যেন আমাকে কবুল করেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জমিয়তের ওলামায়ে ইসলামির জেলা আমির মাওলানা আমিরুজ্জামান।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *