সুজানগরের চর জোরপুকুরিয়ায় নাসিম উদ্দিনের বিরুদ্ধে জো-রপূর্বক জমি দ-খলের অ-ভিযোগ

সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরজোড়পুকুরিয়া গ্রামে তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তির রেজিস্ট্রি কৃত জমি অপর এক ভাই নাসিম উদ্দিনের বিরুদ্ধে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চর জোড়পুকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদুল ইসলাম বাদী হয়ে ২০২৩ সালের ভূমি অপরাধ ও প্রতিকার আইনের ৪ এর (ক) ৭ এর (২) ও ১৬ ধারায় পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত- ৩ এ গত ডিসেম্বর মাসে একটি মামলা দায়ের করেছেন।মামলার সূত্রে জানা গেছে, উপজেলার দুলাই ইউনিয়নের চর জোরপুকুরিয়া গ্রামের আব্দুল মজিদ তার সন্তান তৌহিদুল ইসলামকে বড়জোর পুকুরিয়া মৌজার আর এস ৭০০ খতিয়ানের আর এস ৩১৯৫ ও ৩১৯৬ দাগের সাড়ে ৩৫ শতাংশ জমি ৬-৯-২০২০ ইং তারিখে দলিল মূলে রেজিস্ট্রি করে দেন। যাহার দলিল রেজিস্ট্রি নং নং ৪০৭৮।এরপর ওই জমিতে জমিতে চাষাবাদ ও বসবাস করে আসছেন তৌহিদুল ইসলাম । এরমধ্যে সম্প্রতি তৌহিদুলের ভাই নাসিম উদ্দিন জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করছেন এবং তৌহিদুলের বৈধ দখল থাকা সত্ত্বেও তার ভোগ দখলে বাধা প্রদান করছে নাসিম উদ্দিন। এছাড়াও তৌহিদুলকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি প্রদান করে যাচ্ছেন ওই নাসিম উদ্দিন।এর আগে ২০২৩ সালে নাসিম উদ্দিন ঐ সম্পত্তি নিয়ে আদালতে একটি মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ৩০-৯-২০২৫ ইং তারিখে মামলাটি খারিজ করে দেন।এ বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, “আমি উপর উল্লেখিত ওই জমির মালিক এবং আমার কাছে সকল বৈধ কাগজপত্র রয়েছে। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা ও জমির অবৈধ দখল চেষ্টাকারী নাসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।এ বিষয়ে অভিযুক্ত নাসিমের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।এ বিষয়ে সুজানগর থানা পুলিশ জানায়, বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়েছেন । বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, বিভিন্ন অপকর্মের হোতার অভিযুক্ত হিসেবে পরিচিত ওই নাসিম উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় কবরস্থানের গাছ জোড়পূর্বক কেটে বিক্রি এবং গত ২০২২ সালের জুলাই মাসের ৯ তারিখে তার নিজ জন্মদাতা পিতা আব্দুল মজিদ মাস্টারকে মারধর করার অভিযোগে নাসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিতা আব্দুল মজিদ মাস্টার।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *