নিজস্ব প্রতিবেদ, রাজশাহী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে তিনজন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার তারা রিটানিং অফিসারের কাছে আবেদন করে প্রার্থীতা প্রত্যাহার করেন।
এরা হলেন, রাজশাহী-১ আসনের সুলতানুল ইসমাল তারেক (স্বতন্ত্র), রাজশাহী-২ আসনের ওয়াহেদুজ্জামান (এলডিপি) ও মুহাম্মাদ ফজলুল করিম (ইসলামী আন্দোলন)। ফলে রাজশাহীর ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন প্রার্থী।
রাজশাহী-১ আসনে শরীফ উদ্দীন (বিএনপি), মুজিবুর রহমান (জামায়াত), আব্দুর রহমান (এবি পার্টি) ও মির মো. শাহজাহান (গণ অধিকার পরিষদ)।
রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু (বিএনপি), মোহাম্মদ জাহাঙ্গীর (জামায়াত), মু. সাঈদ নোমান (এবি পার্টি), মোহাম্মদ সামছুল আলম (নাগরিক ঐক্য), মেজবাউল ইসলাম (লেবার পার্টি), সালেহ আহমেদ (স্বতন্ত্র)।
রাজশাহী-৩ আসনে শফিকুল হক মিলন (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত), আফজাল হোসেন (জাতীয় পার্টি), ফজলুর রহমান (ইসলামী আন্দোলন), সাঈদ পারভেজ (আমজনতা দল)। রাজশাহী-৪ আসনে ডি.এম.ডি জিয়াউর রহমান (বিএনপি), আব্দুল বারী সরদার (জামায়াত), ফজলুল হক (জাতীয় পার্টি), তাজুল ইসলাম খান (ইসলামী আন্দোলন)।
রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম (বিএনপি), মনজুর রহমান (জামায়াত), রুহুল আমিন (ইসলামী আন্দোলন), আলতাফ হোসেন মোল্লা (বিএসপি), ইসফা খায়রুল হক (স্বতন্ত্র), রেজাউল করিম (স্বতন্ত্র)।
এদের মধ্যে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক ও যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি রেজাউল করিম বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ (বিএনপি), নাজমুল হক (জামায়াত), ইকবাল হোসেন (জাতীয় পার্টি), আব্দুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন)।
তফসিল অনুযায়ী রাজশাহীর ছয়টি আসনে ৫৮টি মনোনয়ন ফরম গ্রহন করা হয়। তবে দাখিল করেন ৩৮ জন। রিটানিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ১৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। পরে আপিল বিভাগ ১৩ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। ফলে প্রার্থী সংখ্যা দাড়াই ৩২ জনে। যাদের মধ্যে তিনজন প্রত্যাহার করায় প্রার্থী রইলেন ২৯ জন।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী।

Leave a Reply