নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধন

কে এম সোহেব জুয়েল ঃ
‎‎নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ও ইদ্রিস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আ. সাত্তার মৃধা, জুয়েল সরদার, মো. রিয়াদ হোসেন, মো. আবুল কালাম, মোশারেফ ফকির, সেলিম গাজী ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। ‎সভাপতির বক্তব্যে মো. মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার মতো গুণাবলি গড়ে তোলে। তিনি আরও বলেন, সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, যা ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। ‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে। ‎দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।‎সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *