ডিজিটাল বিচার ব্যবস্থার পথে পঞ্চগড়: জেলা আইনজীবী সমিতির ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন   পঞ্চগড়  :

ডিজিটাল বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ই-বেইল বন্ড বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীদের দাপ্তরিক কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার আওতায় আনতেই এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ই-বেইল বন্ড পদ্ধতির ব্যবহারবিধি, সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ডিজিটাল নথি সংরক্ষণ, অনলাইন আবেদন প্রক্রিয়া, সময় ও ব্যয় সাশ্রয়সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী আইনজীবীরা হাতে-কলমে ই-বেইল বন্ড ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি এখন সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আইন পেশাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলবে।

এ সময় জেলা ও দায়রা জজ ইমদাদুল হক জানান, নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে প্রথমবার ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের আরও আটটি জেলায় এই ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে, যার মধ্যে পঞ্চগড় জেলা অন্তর্ভুক্ত। তিনি বলেন, এই উদ্যোগ পঞ্চগড়ের আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ও আনন্দের সংবাদ।

ই-বেইল বন্ড বিষয়ক কর্মশালাটি পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, যেখানে তিনি পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, জেলা ও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তাগণ এবং জেলা আইনজীবী সমিতির আহ্বায়কসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *