ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের পক্ষে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন। এ সময় আমার বাংলাদেশ (এবি) পার্টি, জেলা জামায়াত ইসলামি এবং জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।
বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করবে জনগণ। অতীতের দমন-পীড়ন ও একদলীয় রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনীতির ধারা প্রতিষ্ঠাই এই জোটের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা ধারণ করেই তারা রাষ্ট্র গঠনের অংশীদার হতে চান।
বক্তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আগামী দিনের রাজনীতির প্রধান অঙ্গীকার। ক্ষমতার কেন্দ্রে নয়, জনগণের দোরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে দেওয়ার রাজনীতি তারা প্রতিষ্ঠা করতে চান। রাষ্ট্র পরিচালনায় মানবিক মর্যাদা, সাম্য ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন বলেন, “আমার বাংলাদেশ পার্টি ১০ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়েছে। জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি ঝালকাঠি-২ আসনে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম শেখ নেয়ামুল করিম ভাইকে পূর্ণ সমর্থন দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি নিজে মাঠে থাকবো, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাড়িপাল্লার পক্ষে কাজ করবো, ভোট চাইবো। জোটকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করাই এখন আমাদের দায়িত্ব। আমরা ভিন্ন ভিন্ন দল থেকে এলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, মানুষের অধিকার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের এক জায়গায় এনে দাঁড় করিয়েছে।
ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্র-ত্যাহার

Leave a Reply