গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উ-দ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে‌ জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ সম্মেলনে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা পর্যায়ে ইমামদের অংশগ্রহণে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটারদের মাঝে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং সচেতনতা অংশগ্রহণের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামীক ফাউন্ডেশন।

অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। পরে পবিত্র কুরআনুল করীম থেকে বাংলা অনুবাদসহ তিলাওয়াত করেন সদর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা ইমরান হোসেন ও মাস্টারপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইফুল ইসলাম।য এরপর গণভোট নিয়ে বিশেষ

সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ- জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম।

খতিব ও ইমামদের পক্ষ থেকে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ।

গোপালগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার প্রায় আট শতাধিক ইমাম ও আলেমগণ অংশগ্রহণ করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক আরিফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ্, কোর্ট জামে মসজিদ ও মাদ্রাসার মুহতামিম মুফতী হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এবিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ- জামান বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে আস্থা ও নৈতিকতার প্রতীক হিসেবে গণভোটের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মুফতী ওয়ালিউল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *