সাহিত্য বদলে দিতে পারে সমাজ—প্রণীত সাহিত্য একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।।

‘সাহিত্য বদলে দিতে পারে সমাজ, গড়ে তুলতে পারে আলোকিত মানুষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রণীত সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ (সিজন–২)। শিক্ষা ও সংস্কৃতির সেতুবন্ধনে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে শনিবার সকাল ১০টায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর মিস্ত্রী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশীষ হালদার (কবি ও প্রাবন্ধিক, উপাধ্যক্ষ, বরিশাল সরকারি মহিলা কলেজ), কবি মাসুম আহমেদ রানা (প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়), প্রণীত সাহিত্য একাডেমির সভাপতি কবি মোঃ রানাকাজি, শিক্ষক ও কবি ধীরেন হালদার, কবি আব্দুর রাজ্জাক, শিল্পী নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক রিপন মিত্র, শিক্ষিকা রোখসানা আক্তার, একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং সদস্য আবৃত্তিকার ও উপস্থাপিকা সুলতানা ফেরদৌস। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রণীত সাহিত্য একাডেমির উপদেষ্টা, কবি-সাহিত্যিক ও বাচিকশিল্পী মোঃ আমিনুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি, গান, উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়সহ নানা পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। সুশৃঙ্খল আয়োজন, মনোরম সাজসজ্জা ও প্রাণবন্ত পরিবেশনায় পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
বক্তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি লেখালেখি ও শিল্পচর্চার সুযোগ সৃষ্টি করে এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, সাহিত্য একাডেমি প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আজিজ উল্লাহ্ই, তার ইচ্ছে সমাজে শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করা। প্রণীত সাহিত্য একাডেমি ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আনোয়ার হোসেন
নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *