হেলাল শেখঃ ঢাকার সাভারে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাত পরিচয়ের আজ দুইটি লাশ উদ্ধারসহ মোট ৫ ব্যক্তির পোড়ানো ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ ইং) দুপুরে সাভার পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশ দুটি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে, ফলে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, এর আগেও আরও ৩টি লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক মাসে একই ভবন থেকে মোট ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে
২৯ আগস্ট ২০২৫ ইং তারিখে ১টি
১১ অক্টোবর ২০২৫ ইং তারিখে ১টি, এবং সর্বশেষ ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আরও ২টি লাশ উদ্ধার করা হলো।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, “আজ দুইটি অজ্ঞাত পরিচয়ের পোড়ানো লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এর আগেও একই স্থান থেকে আরও ৩টি লাশ উদ্ধার করা হয়েছিল।”
পুলিশ ও র্যাব সূত্র জানায়, সাভার ও আশুলিয়া এলাকায় প্রায়ই নারী ও পুরুষের অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হচ্ছে। তবে মাসের পর মাস পেরিয়ে গেলেও অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানিয়েছেন।

Leave a Reply