শাজাহানপুরে শহীদ জিয়া অনূর্ধ্ব ১৫ ফাইনাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে ফুলকোট নিউ স্টার ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকায় উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে । আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন ছাএদলের আহ্বায়ক ইমতিয়াজ পায়েল, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সাংবাদিক সরকার মুক্তা, শাজাহানপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ শাখার সদস্য সচিব হোসেন সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শামিম আহম্মেদ,খেলার আয়োজন ও সার্বিক সহযোগীতায় ছিলেন আজিজুল হাকিম নয়ন,রহেদ আলী, আবু সাইদ সহ ফুলকোট নিউ স্টার ক্লাবের সকল সদস্য বৃন্দ । খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়াই ট্রাইবেকারে বামনদীঘি একাদশ কে ০৪-০৫ গোলে হারিয়ে ফুলকোট ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দল কে পুরষ্কার হিসাবে ২টি রাজহাঁস এবং পরাজিত দলকে ১টি রাজহাঁস উপহার প্রদান করা হয় । খেলাটি উপভোগ করতে ফুলকোট গ্রাম সহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় সহস্রাধীক লোকজন উপস্থিত ছিলেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *