র‍্যাবের অ/ভিযানে বহু মামলার আসামি চিহ্নিত চাঁদাবাজ কিশোরগ্যাং লিডার শীর্ষ স/ন্ত্রাসী এরফান গ্রেফতার

হেলাল শেখঃ র‍্যাব-১ এর সিপিএসসি, গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান ও ঢাকার সাভারের র‍্যাব-৪ এর সিপিসি-২ এর এডি হালিউজ্জামান এর নেতৃত্বে অভিযান কালিয়াকৈর, ঢাকার সাভার ও আশুলিয়ার ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার এবং একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামি এরফান’কে ঢাকার সাভার হতে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাব-১ এর সিপিএসসি, গাজীপুর ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকা জানায়, গত ২৩/০২/ ২০২৫ ইং তারিখ রাত অনুমান সাড়ে ৯ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চান্দুরা পল্লীবিদ্যুৎ সাত্তারগেইট এলাকায় বাদীর স্বামীর মালিকানাধীন মার্কেট এর সামনে বর্তমানে গ্রেফতারকৃত আসামি কিশোরগ্যাং লিডার এরফান (৩১) সহ এজাহারনামীয় আরোও ৪০/৪৫ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম মোঃ তানভীর আহম্মেদ এর নিকট ২০,০০০০০/- টাকা চাঁদা দাবি করে। ভিকটিম অস্বীকৃতি জানালে ভিকটিমের উপর অতর্কিত হামলা করে তারা। বর্তমানে আসামি এরফান (৩১) এর হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে পিঠে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে এজাহারনামীয় পিচ্চি আকাশ (২৫)সহ অন্যান্য আসামিগণ তাদের হাতে থাকা চাইনিজ কুড়াল, হকষ্টিক, লোহার পাইপ, লাঠি ও লোহার রড দিয়ে ভিকটিম’কে কাটা ও নীলাফুলা জখম করে। উক্ত ঘটনায় ভিকটিম মোঃ তানভীর আহম্মেদ এর স্ত্রী মোছাঃ আফরোজা বেগম বাদী হয়ে একটি চাঁদাবাজি সহ হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যাহার গাজীপুর জেলার কালিয়াকেইর থানার মামলা নং-০১, তারিখঃ ০১/০৩/২৫ ইং, ধারাঃ ১৪৩/৩৪১/৩৮৫/৩০৭/৩২৪/৩২৬/৩২৩/৩৭৯/৫০৬ পিসি ১৮৬০ রুজু হয়। এরই ধারাবাহিকতায় (১৭ জানুয়ারি ২০২৬ইং) রাত সাড়ে ৯ টা ৩৫ মিনিটের দিকে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকা এর যৌথ আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় ০২ নং আসামি এরফান’কে ঢাকা জেলার সাভার থানাধীন থানা স্ট্যান্ডের বিপরীত পার্শ্বস্ত ইমান্দিরপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনায় গ্রেফতার করে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ০৪টি গ্রেফতারী পরোয়ানাসহ মোট ০৫ টি মামলা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *