পলাশবাড়ীতে বিএনপি নেতা শফিউল আলম ব্রেইন স্ট্রোক সহ স্ত্রী ছেলে জটিল রোগে আ-ক্রান্ত

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর গ্রামের চকপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে সাবেক বিএনপি নেতা গ্রীল মিস্ত্রি শফিউল আলম প্রামাণিক (৫৫) দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে এখন চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী জাহানারা বেগম (৪৪) কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনিও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তৃতীয় ছেলে জাকারিয়া প্রামাণিক আবিদ এর বিগত ২০১৪ সালে ব্লাড ক্যানসার ধরা পড়লে জমা জমি বিক্রি ও আত্মীয় স্বজনদের নিকট ধার দেনা করে ৪৩ লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসা নিয়ে সে এখন মোটামুটি সুস্থ। বর্তমানে সে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা কমপ্লিট করে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিলেও সেও মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ে। ছোট ছেলে জুবায়ের প্রামাণিক আবিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিষয়ে অনার্সে অধ্যায়নরত।
বড় দু মেয়েকে অনেক আগেই বিবাহ দিয়েছেন।
বর্তমানে ৪ সন্তানের জনক জননী শফিউল আলম ও জাহানারা দম্পতি দীর্ঘদিন ধরে তাদের চিকিৎসা ব্যয় নির্বাহে এখন প্রায় নিঃস্ব হয়ে ভবিষ্যতের চিন্তায় চোখ শর্ষের ফুল দেখছেন।

সরেজমিনে প্রকাশ,শফিউল আলম বিগত সময় পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল হাদী’র হাত ধরে বিএনপিতে যোগ দেন এবং সে সময় তিনি (শফিউল আলম) বিএনপির শ্রমিক দলের ১নং যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করন। পাশাপাশি তিনি গ্রিলের গ্রিল মিস্ত্রি) কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেন। দলের প্রতি মায়া মোহাব্বত ও ভালোবাসা অটুট থাকলেও অসুস্থতার কারণে তিনি কোনো কর্মসূচীতে যেতে না পারলেও তাদের দলের জন্য ত্যাগ ও ভালোবাসা আমৃত্যু পর্যন্ত থাকবে বলে এ প্রতিবেদককে জানান।

এ বিএনপি নেতা শফিউল আলম বিগত ২০১৮,২০০০ ও ২০২৩ সালে পরপর তিনবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। অসুস্থতার পর তাকে রংপুর নেয়া হলে কিছুটা সুস্থ হন তবে তার চলন শক্তি ও কথা বলা অস্পষ্ট (প্যারালাইসিস) হয়ে যায়।

বর্তমানে তিনি ডা. খন্দকার আতাউর রহমান এমবিবিএস,এমডি (নিউরোলজি,নার্ভ,ব্রেইন স্ট্রোক,প্যারালাইসিস,মাথা ব্যথা,শরীর ব্যথা,খিচুনি রোগ),নিউরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,নিউরোলজি বিভাগ প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর এর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এতে তার প্রচুর অর্থ ব্যায় হয়।

এর আগে তার তৃতীয় ছেলে জাকারিয়া প্রামাণিক এর বিগত ২০১৪ সালে ব্লাড ক্যানসার ধরা পড়লে জমা জমি বিক্রি ও আত্মীয় স্বজনদের নিকট ধার দেনা করে ৪৩ লক্ষাধিক টাকা ব্যয় করে সে সুস্থতা লাভ করলেও মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে।

এরপর তার স্ত্রী জাহানারা বেগম ২৩ সালে দুটি কিডনি ড্যামেজ হলে তার চিকিৎসা ব্যায় হয় মোটা অংকের টাকা। বর্তমানে তারও চিকিৎসা চলমান।

বর্তমানে সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শফিউল আলম এ বিএনপি পরিবারটির এতো এতো চিকিৎসা ব্যয়ে এখন তারা নিঃস্ব প্রায়। শফিউল আলম ও জাহানারা দম্পতি কোনো কূল কিনারা না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন।

তাদের সুস্থতা ফিরে পাওয়ার জন্য তারা দেশবাসী সহ সবার দোয়া কামনা ও উন্নত চিকিৎসা এবং অর্থনৈতিকভাবে সহযোগিতার জন্য বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সরাসরি সহযোগিতা কামনা করেছেন।
(বিকাশ নাম্বার ০১৭৯৭-৩৬৩৭৯১) শফিউল আলম ও জনতা ব্যাংক পলাশবাড়ী শাখা হিসাব নং 0100218269677 ( জাহানারা বেগম) এ নাম্বারে অর্থ পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *