মিঠুন সাহা , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ঐতিহ্যবাহী গোলপাহাড় শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দিরে ভক্তি ও উৎসবের আবহে রটন্তী অমাবস্যা পূজা অনুষ্ঠিত হয়েছে। দিনভর নানা ধর্মীয় আয়োজন ও ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ছিল মুখরিত।
রবিবার (১৮ জানুয়ারি) ২০২৬ রটন্তী অমাবস্যা উপলক্ষে এ পূজার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, পূজার আনুষ্ঠানিকতায় তন্ত্রধারক হিসেবে দায়িত্ব পালন করেন পণ্ডিত শ্রী পরিমল ভট্টাচার্য ও পণ্ডিত শ্রী সুমন কান্তি চক্রবর্তী। তাঁদের তত্ত্বাবধানে বিশেষ পূজা, অর্চনা ও ধর্মীয় রীতিনীতি সম্পন্ন হয়।
পূজা উপলক্ষে দুপুরে ধর্মীয় ভজন ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হয়, যা উপস্থিত ভক্ত ও দর্শকদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। ভজন-সঙ্গীতের মাধ্যমে পুরো মন্দির প্রাঙ্গণ ভক্তিময় পরিবেশে পরিণত হয়।
এছাড়া ভক্তদের জন্য দুপুর ও রাতে প্রসাদ অন্ন বিতরণ করা হয়। আয়োজক কমিটির তথ্যমতে, এদিন প্রায় ৩০ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন। সুশৃঙ্খলভাবে প্রসাদ বিতরণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও আয়োজকরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, রটন্তী অমাবস্যা পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এদিন মা কালীর আরাধনার মাধ্যমে ভক্তরা শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদ এ পূজার সার্বিক আয়োজন করে। আয়োজকরা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply