হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং আশুলিয়া থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফারুক খন্দকারের সঞ্চালনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোরশেদ মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ ইং) বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় প্রায় পাঁচ শতাধিক মানুষ দুই হাত তুলে মোনাজাত করেন।
এ অনুষ্ঠানে আশুলিয়া থানা বিএনপি ও ধামসোনা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত লোকজন সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply