এম এ আলিম রিপন,সুজানগর : গ্রামের হতদরিদ্র মানুষের খেয়ে পরে বেঁচে থাকাই তো দায়! আর চিকিৎসা বলতে খুব বেশি হলে বাজারের কোন ফার্মেসি থেকে বড় জোর দুয়েক পাতা ট্যাবলেট। জটিল কোন রোগেও বিশেষজ্ঞ ডাক্তারের হাতের ছেঁায়া পায় না তারা। এমবিবিএস ডাক্তার তাদের কাছে যেন এক স্বপ্ন! এমন পাবনার সুজানগর উপজেলার অসহায় চিকিৎসাবঞ্চিত মানুষদের পাশে দঁাড়ালেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকার শিক্ষার্থীরা। উপজেলার ভঁায়না ইউনিয়নের চরবিশ্বনাথপুর গ্রামে ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন ফ্রি এ মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় প্রত্যন্ত চরাঞ্চলসহ উপজেলার পঁাচ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন এবং তাদের মাঝে বিনামূল্যে ওষধ ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ শীতবস্ত্র কম্বল পাওয়ায় নির্মল আনন্দ এনে দেয় এ অঞ্চলের অসহায় মানুষদের ।আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১১ জন চিকিৎসক ও ১৪ জন শিক্ষার্থী ক্যাম্পেইনে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন । বুকে ব্যথা নিয়ে এদিন মেডিকেল ক্যাম্পেইনে এসেছিলেন মোতালেব হোসেন, অনেকদিন থেকেই ভুগছিলেন। তবে অর্থের অভাবে যেতে পারেননি কোনো হাসপাতালে। হাতের কাছে ডাক্তার পেয়ে তার অবস্থা যেন সোনায় সোহাগা! শুধু মোতালেব হোসেনই নয়, এমন অনেক নানান আকুতি নিয়ে এসেছেন আরো অনেকে। মাজেদা খাতুন এসেছেন ঘুমের সমস্যা নিয়ে। চিকিৎসকের পরামর্শও মিলেছে। বেশ হাসিখুশি মনেই পা বাড়ান বাড়ির পথে। যাওয়ার আগে বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা পাইছি, এটাই আমার জন্য অনেক পাওয়া। মানুষের এমন ভালোবাসার অনেক অভিব্যক্তিই শোনা গেছে মেডিকেল ক্যাম্পেইনের এ আয়োজনে।স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম ও রকি ইসলাম জানান , মানবসেবার এমন ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাদের ।আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদমান ফাইজার সাব্বির জানান, জনকল্যাণ মূলক উদ্যোগকে বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কাজ করতে এসে আমরা মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি।এদিকে এমন মহতী কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে সুধীমহলে।
সুজানগরে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষধ ও শীতবস্ত্র পেল পঁাচ শতাধিক অস-হায় মানুষ

Leave a Reply