সিইউসির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

এস.এম.সাইফুল ইসলাম কবির :
সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)–এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ৬১ সাউথ সেন্ট্রাল রোডস্থ নার্গিস মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন সিইউসি স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন-এর সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমণি-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির প্রধান উপদেষ্টা ডা. কাজী আরিফ উদ্দিন আহমেদ। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম আদালত খুলনার প্যানেল জজ ও রোটারিয়ান পিপি মোঃ ইফতেখার আলী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার কাজী সাবিরুল আলম, জাতীয় রোভার নেতা ও শিক্ষাবিদ শিকদার রুহুল আমিন এবং মানবিক ব্যক্তিত্ব সালমান শিকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সিইউসি স্কুলের পক্ষ থেকে অতিথিদের গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সিইউসির উদ্যোগে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি পুলিশ কমিশনার এম. এম. শাকিলুজ্জামান বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো মানবতার অন্যতম দায়িত্ব। শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রধান হাতিয়ার। সমাজের পরিবর্তন শিক্ষার মাধ্যমেই সম্ভব। তিনি সিইউসির কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহনকরেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *