রূপলাল ও প্রদীপ হ-ত্যা মামলায় এবি পার্টির ইউনুস গ্রে-ফতার

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে গত বছরের আগস্ট মাসে চাঞ্চল্যকর রূপলাল দাস ও প্রদীপ লাল হত্যাকাণ্ডের মামলায় একজন আসামিকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ ১০ আগস্ট ২০২৫-এ দায়ের হওয়া এই মামলায় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ৩৪ (সহযোগিতা) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হল মোঃ ইউনুস আলী (৩২), পিতা- মোঃ খয়রাত হোসেন, সাং- দামোদরপুর (মামুনপাড়া), ৫নং সয়ার ইউপি, তারাগঞ্জ, রংপুর। তাকে গ্রেফতার করা হয়েছে আজ ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বুড়িরহাট বাজার এলাকা থেকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ২০২৫ রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে (পরে অজ্ঞান পার্টি সন্দেহে) স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হন দলিত সম্প্রদায়ের রূপলাল দাস (৪০) ও তার ভাগ্নি জামাই প্রদীপ লাল (৩৫)। ভ্যান চালক প্রদীপের ভ্যানে রূপলালকে নিয়ে বাড়ি ফেরার পথে এই নৃশংস ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাত জোড় করে বাঁচার আকুতি জানিয়েও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তাদের। এ ঘটনায় নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৬০০-৭০০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন বাদী। প্রাথমিক তদন্তে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হলেও, অনেক আসামি পলাতক আছে ।

তারাগঞ্জ থানার ওসি তদন্ত খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “এই চাঞ্চল্যকর মামলায় সকল আসামিকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য পলাতকদের ধরতে আমরা কাজ করছি।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *