পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী-৫ (পুঠিয়া–-দূর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে আপিলের পর শনিবার (১৭ জানুয়ারি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি ব্যারিস্টার রেজাউল করিম নিজেই নিশ্চিত করেছেন। ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের মাধ্যমে তাঁদের মধ্যে দুইজন প্রার্থিতা ফিরে পান। বর্তমানে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, জামায়াতের প্রার্থী মাওলানা মনজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম। রাজশাহী-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। নতুন ভোটার রয়েছেন ৪ হাজার ৭৪৯ জন। #
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া, রাজশাহী।।

Leave a Reply