বাসের ভেতরে রাতভর এক নারীকে গণধ-র্ষণ ঘটনায় চালকসহ তিনজনকে গ্রে-ফতার করেছে পুলিশ

হেলাল শেখঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসের ভেতরে রাতভর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ইং) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বাসচালক মো. আলতাফ (২৫), বাসের হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *