পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে  অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী 

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে আবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ১২টায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পুঠিয়া শাখার উদ্দ্যোগে বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার আহবায়ক আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন, পুঠিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী জেলার শাখার আহবায়ক সাইফুল ইসলাম, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হালিম বিশ্বাস (সবুজ)। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বানেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া আক্তার, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, আমঘোষ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, ঘুটিপাড়া সরকরী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার। অনুষ্ঠানে সম্প্রতি অবসর প্রাপ্ত ৬জন প্রধান শিক্ষক ও ৫জন সহকারী শিক্ষকসহ মোট ১১ জনকে বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দরা। #

মাজেদুর রহমান( মাজদার) 
পুঠিয়া, রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *