নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পিরোজপুর জেলা শাখার আওতাধীন নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) জেলা তরুণ দলের সভাপতি মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার রিয়াদ নূর পরশের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. ফিরোজ মাহমুদ (রাজু), সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম (হান্নান) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহরাব হোসেন। নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে তরুণ দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণ সমাজকে অগ্রভাগে রাখাই হবে এই কমিটির মূল লক্ষ্য। কমিটি ঘোষণার পর নেছারাবাদ উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।

Leave a Reply