দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আসন্ন গনভোটকে সামনে রেখে হ্যাঁ ভোট প্রচারণায় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯ টায় হাজারীগাঁও গ্রামে সাইদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিপির দোয়ারাবাজার উপজেলা আহবায়ক আব্দুস সোবহান। এসময় দেড় শতাধিক মানুষের মধ্যে গণভোটের লিফটে বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, আব্দুন নুর, আব্দুর রশীদ, আলকাছ আলী, তৈয়বুর রহমান,গোলাপ মিয়া, বিল্লাল আহমদ,আইন উদ্দিন, বনমালী দাস, রাদেশ্বাম দাস, অনন্ত কুমার দাস, শোষন চন্দ্র দাস, রফিক মিয়া, আকল আলী, আহমদ আলী, আসিদ আলী,মিনার উদ্দিন, আব্দুল কাদির,আশরাফ আলী, ইছব আলী প্রমুখ।
এনসিপির আহবায়ক আব্দুস সোবহান তিনি তার নিজ গ্রাম হাজারীগাঁও থেকে গণভোটের পক্ষে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এছাড়াও গণজোয়ারের পক্ষে জনমত গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি তার বক্তব্যে বলেন, গণভোট জনগণের অধিকার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
এ সময় তার সঙ্গে এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply