জয়পুরহাট–১ (সদর ও পাঁচবিবি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেকুর নাহার শিখা জয়পুরহাটের কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় তিনি জয়পুরহাটের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত জয়পুরহাট গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের মাধ্যমে জয়পুরহাটকে একটি নিরাপদ ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরল ও স্পষ্ট উত্তর দেন তিনি এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সাংবাদিকরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
জয়পুরহাটের সাংবাদিকদের সঙ্গে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply