এম এ আলিম রিপন সুজানগর : পাবনার সুজানগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন, সময়োপযোগী প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখায় উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আশরাফ আলী। অত্র বিদ্যালয়ে ২০০৩ সালে যোগদানের পর থেকে তিনি শিক্ষার্থীদের কিভাবে বিদ্যালয়মুখী করা যায় সে বিষয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে আশরাফ স্যারের যথেষ্ট অবদান রয়েছে। তিনি একাধারে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠের সাথে জড়িত থেকে আগামী প্রজন্মকে একটি আলোকিত সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। শ্রেষ্ঠ শিক্ষক সম্মানটুকু উনার পাওনা স্বরূপ উপজেলা প্রশাসন মূল্যায়ন করেছেন। স্থানীয়রা তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী জানান, মো: আশরাফ আলী তিনি একজন আদর্শ শিক্ষক উনার মাধ্যমে লেখাপড়ার মান আরো এগিয়ে যাবে, আমি উনার উত্তরোত্তর সমৃদ্বি কামনা করছি। এদিকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে আশরাফ আলী জানান, অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও যেন শিক্ষার্থীদের কল্যাণে ও শিক্ষার মানউন্নয়নে কাজ করে যেতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। উল্লেখ্য,আশরাফ আলী পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরী গ্রামের প্রয়াত আক্কেল আলী মোল্লার সন্তান।

Leave a Reply