এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে গণভোট ও জুলাই সনদ সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় । সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা আতাউর রহমান। সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী আবুল কালাম আজাদ, নিশীথ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, মোমিন উদ্দিন, এবিএম রফিকুল হাসান খান ও মাজহারুল ইসলাম। সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটার সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য প্রচার-প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা আরো জানান, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভোটার উপস্থিতি বৃদ্ধি ও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি ঐতিহাসিক সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং ভোটের প্রক্রিয়া ব্যাখ্যা করতে বর্তমানে দেশজুড়ে সরকারি উদ্যোগের অংশ হিসেবে সুজানগর উপজেলায়ও এ সভা অনুষ্ঠিত হয়।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply